বঙ্গনিউজবিডি ডেস্ক : তৃতীয়বারের চেষ্টায় আইনজীবী হওয়ার পরীক্ষা পাস করেছেন জাপানের সাবেক রাজকুমারী মাকোর স্বামী কেই কুমোরো। গত জুলাইয়ে নিউইয়র্কে আইনজীবী হতে পরীক্ষা দেন কেই।
নিউইয়র্ক স্টেট বোর্ড অব ল এক্সামিনারের তথ্যানুযায়ী, কেই তৃতীয়বারের চেষ্টায় পাস করেছেন। এখন নিউইয়র্কে অ্যাটর্নি হিসেবে কাজ করতে পারবেন তিনি।
কেই টোকিওতে তার মেন্টর আইনজীবী ওকুনো ইয়োশিহিকোকে ফোন করে এ তথ্য জানান।
রাজপরিবারের বাইরে গিয়ে কেই কুমরোকে বিয়ে করায় রাজপরিবারের পদবি ও সুযোগ সুবিধা হারান মাকো। বিয়ের পরপর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান মাকো।
নিউইয়র্কে একটি আইন বিষয়ক সংস্থায় আইনি সহকারী হিসেবে কাজ করেন কেই। আর যুক্তরাষ্ট্রে মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন মাকো