বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সরকার কর্তৃক দু’বছরের জন্য সম্প্রতি সিনিয়র সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত এ এস এম সালেহ আহমেদ আজ ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮৫ ব্যাচের একজন সৎ ও চৌকস কর্মকর্তা।
আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ে নবাগত সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর আগমন ও বদলিকৃত সচিব মোঃ খলিলুর রহমান এঁর বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল জি আরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
ভূমি উপদেষ্টা বলেন, ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকান্ড নিয়ে অনেক নেতিবাচক তথ্য পাওয়া যায়।এ দুর্নাম ঘুচিয়ে তৃণমূল মানুষের কাঙ্ক্ষিত ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নব নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব তাঁর অভিজ্ঞতা, কর্ম প্রয়াস ও পেশাদারিত্বের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় ও এর অধীনস্ত সংস্থাগুলোতে জন কল্যাণে ইতিবাচক অগ্রগতি সাধনে ভূমিকা রাখতে সক্ষম হবেন। তিনি বিদায়ী সচিবকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভবিষ্যত জীবনের সফলতা কামনা করেন।
সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভূমি আপীল বোর্ডের চেয়াম্যান মুহম্মদ ইব্রাহিম, মন্ত্রণালয় ও এর অধীনস্ত বিভিন্ন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।