বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম প্রধান উপদেষ্টার পক্ষে ৪ কোটি ৫৭ লাখ ৪ হাজার ৪২৮ টাকা অনুদানের চেক গ্ৰহণ করেছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অনুদান দেয়।
এর মধ্যে বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরী ১ কোটি টাকা, এসকিউ সেলসিয়াস ১০ লাখ টাকা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক লাখ ১০ হাজার টাকা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ২৬ লাখ ৪৫ হাজার ৪০৪ টাকা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এক লাখ ৫৫ হাজার ৫৭৬ টাকা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ৫১ হাজার ৭৬৬ টাকা, প্রবাসী কল্যাণ ব্যাংক ৪ লাখ ২৪ হাজার ৪০০ টাকা, উর্মি গ্ৰুপ ২৮ লাখ ৪১ হাজার ৮২৭ টাকা, ঢাকা ব্যাংক ২ কোটি টাকা, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ১০ লাখ ২৬ হাজার ৩৫৯ টাকা, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ১০ লাখ টাকা, আল-রাজী হাসপাতাল ৬০ হাজার টাকা, আসমারা বিডি প্রাইভেট লিমিটেড ২ লাখ ৭৬ হাজার ৬১১ টাকা, বিটোপি গ্ৰুপ ৪১ লাখ ১২ হাজার ৪৮৪ টাকা, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ১০ লাখ টাকা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
গত দুই দিনে (বুধ ও বৃহস্পতিবার) কল্যাণ তহবিলে প্রাপ্ত মোট অনুদানের পরিমাণ ৮ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৭৭৫ টাকা। উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।