বঙ্গনিউজবিডি ডেস্ক: গোয়ার সমুদ্রপাড়ে দক্ষিণী রীতিতে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। তার বরের নাম সুরুজ নাম্বিয়ার। বিয়েতে দক্ষিণী রীতি মেনে লালপেড়ে সাদা শাড়ি পরেছেন মৌনি। সুরুজ পরেছেন উজ্জ্বল বাদামি রঙের জামা। জানা গেছে, সন্ধ্যায় বাঙালি রীতিতে আরও একবার বিয়ে করবেন তারা।
গোয়ার পাঁচ তারকা রিসোর্টে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়েতে দুই পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।
সুরুজের সঙ্গে প্রেম করলেও বিষয়টি নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায়নি বাঙালি এ অভিনেত্রীকে। কয়েকদিন ধরে তার বিয়ের খবর ছাপা হলেও একদম চুপ ছিলেন মৌনি।
টিভি সিরিজ ‘নাগিন’ দিয়ে সাড়া ফেলেছিলেন মৌনি। এরপর তাকে বলিউডের একাধিক ছবিতে দেখা গেছে নায়িকা হিসেবে। মুক্তির অপেক্ষায় আছে মৌনির ছবি ‘ব্রহ্মাস্ত্র’। সূত্র : টাইমস অব ইন্ডিয়া