স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহঃ) এর নামে প্রতিষ্ঠিত বেতাগী আনজুমানে রহমানিয়া কর্তৃক পরিচালিত বেতাগী রহমানিয়া হাফেজিয়া মাদরাসা ও হযরত শাহ জিল্লুর রহমান (রহঃ) ইয়াতিম খানার ছাত্র কোরআনের পাখিদেও মাঝে দরবার এ বেতাগী আস্তানা শরীফের পক্ষ থেকে ঈদের নতুন জামা ২৪ মার্চ,২০২৫ সোমবার বিতরণ করা হয় ।এ সময় উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)।
আরো উপস্থিত ছিলেন দরবার এর মোন্তাজেম শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ, শাহজাদা বদরুদ্দিন মোহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি, শাহজাদা হাফেজ কামরুল আরশ মোহাম্মদ মাহমুদুর রহমান জিলান, শাহজাদা এ বিএম সিদ্দিকুর রহমান সাকলাইন ।বেতাগী আনজুমানে রহমানিয়ার মাধ্যমে বর্তমানে ২৪ টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ।প্রায় ৭০০ জন ছাত্র ছাত্রী বর্তমানে বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসায় অধ্যয়ন করছে । হযরত শাহ জিল্লুর রহমান ইয়াতিম খানা ও লিল্লাহ বোর্ডিং এ প্রায় ১৫০ জন ছাত্র ফ্রি, বিনামূল্যে এবং স্বল্প খোরাকীতে অবস্থান করে এবং তাদের লেখাপড়া এগিয়ে নিয়ে যাচ্ছে ।তাদেও জন্য ধনাড়্য ও আর্থিক ক্ষমতা সম্পন্ন ব্যাক্তি, প্রতিষ্ঠান হতে যাকাত,ফিতরা এবং এককালীন চাদাঁ মাদরাসার ইয়াতিম খানার ফান্ডে পাঠানোর জন্য বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) সকলের প্রতি আহবান জানিয়েছেন । ব্যাংকের মাধ্যমে টাকা ও আর্থিক অনুদান পাঠানোর ঠিকানা : হযরত শাহ জিল্লুর রহমান ইয়াতিম খানা, একাউন্ট নাম্বার -০২২৪০০২২২৯০২৩, রাউটিং নাম্বার ১৩৫১৫৬১৯৫, জনতা ব্যাংক পোমরা শাখা,রাঙ্গুনীয়া, চট্টগ্রাম ।