দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দিতে গোল্ডেন ফিউচার একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহরম আলীর সভাপতিত্বে ও জনপ্রিয় উপস্থাপক আবু তাহের নয়নের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাদ্দাম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন,বাহেরচর ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সাবেক ফুটবলার ও সমাজসেবক মোঃ জামাল মোল্লা,হাসানপুর খোরশেদা কালু মিঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মিয়াজী,সাংবাদিক আরিফুল ইসলাম দিপু প্রমুখ। আলোচলা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।