দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা বলেছেন,উপজেলার প্রতিটি গ্রামে চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ সহ বিভিন্ন অপরাধ নির্মূলে গ্রাম পুলিশদের এগিয়ে আসতে হবে।
সকালে দাউদকান্দি মডেল থানা প্রাঙ্গণে গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ওসি বলেন, মাদক, বাল্যবিবাহ, ডাকাতি, ছিনতাই, চুরি প্রতিরোধে সব রকমের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলে প্রতিটি গ্রামে অপরাধের মাত্রা কমে আসবে। দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক ভূমিকা রাখছেন গ্রাম পুলিশ, চৌকিদার, দফাদার। গ্রাম পুলিশ হচ্ছেন, পুলিশ বাহিনীর সহযোগী। দেশের উন্নয়নে তারাও বড় ভূমিকা রাখতে পারেন আমাদেরকে সঠিক তথ্য দিয়ে।
এসময় দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার রওশন আলী উপস্থিত ছিলেন।