দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
দাউদকান্দি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা কমপ্লেক্স ঘুরে ওয়াকাথন কর্মসূচীর পালন করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা,উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শামীমা আক্তার,সাবেক পৌর কাউন্সিলর মোশারফ হোসেন,ইউনিয়ন সমাজকর্মী মোস্তাকিম অপু,সালামত উল্লাহ,সাইদুল ইসলামসহ সমাজসেবা থেকে ভাতাভোগী শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।