বঙ্গনিউজবিডি রিপোর্ট : কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে দুটি বেসরকারি হাসপাতাল এবং একটি ফার্মেসীকে মোট ২ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার বিকালে উপজেলার গৌরীপুর বাজারে অবস্থিত গৌরীপুর সিটি হসপিটাল এবং গৌরীপুর খিদমা ডিজিটাল হসপিটালকে ১ লাখ করে মোট ২ লাখ টাকা অর্থদন্ড করে মোবাইল কোর্ট। এসময় অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসীকে ২০ হাজার টাকা
অর্থদন্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান সাথে ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান বলেন, স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। যারা নিয়ম বহির্ভূত ভাবে হাসপাতাল পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।