স্টাফ রিপোর্টার ।।
১লা ডিসেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে আনন্দ সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আনন্দ সমাবেশ ও আলোচনা সভা করা হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁঞা, মালীগাও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল-আমিন মিয়াজী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সাইফুল ইসলাম, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন, দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব-অফিসার নুরু জালাল প্রধান, নিসচা’র পৃষ্ঠপোষক মোঃ কামাল উদ্দিন।
নিসচা দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আলমগীর হোসেন।
এসময় নিসচা’র যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ দিদার, সদস্য নারায়ণ বনিক, মোঃ আবুল হাসান ফারুক, মোঃ ইব্রাহিম রাসেল সরকার ও মোঃ ইব্রাহিম খলিল প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও সাংবাদিক জহিরুল ইসলাম জিল্লু, মোঃ আরিফুল ইসলাম দিপু, মোঃ সাহাবুদ্দিন, লিয়াকত হোসেন, রাজিব হোসেন জয় ও ইকরামুল হাসান উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুটি পরিবারের মাঝে “মা ছাগল” প্রধান করা হয়।