এস কে তালুকদার দাউদকান্দি (কুমিল্লা) :শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। ২৬ আগস্ট বিকেলে কুমিল্লার দাউদকান্দি পৌরসদরের সাহাপাড়া শ্রী শ্রী গোপনাথ জিউর আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার মো.জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক, উপজেলা বিএনপির আহবায়ক এমএ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আহমেদ,যুগ্ন আহবায়ক সালাউদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার,স্থানীয় কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন,যুগ্ন আহবায়ক কাউন্সিলর সালাউদ্দিন সরকার, যুগ্ন আহবায়ক সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ সরকার, যুগ্ন আহবায়ক কাউন্সিলর দেলোয়ার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ সাত্তার, কামাল হোসেন, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার, যুগ্ন আহবায়ক মাহবুব আলম হিরন, সদস্য সচিব কাউছার আলম সরকার, কেন্দ্রীয় যুবদল নেতা মামুন মোল্লা, যুবদল নেতা জামাল মোল্লা, যুবদল নেতা কামাল হোসেন। কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক মো. শাহআলম, সদস্য সচিব রোমান খন্দকার, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মুন্সী, যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান লিমন, দাউদকান্দি উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা মন্ডপে শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।