শরীফ প্রধান, দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি ও পৌরসভার কর্মী সম্মেলন আসছে ২৫ জানুয়ারি বিশ্বরোড ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দাউদকান্দি পৌরবাজার তালপাতা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াত কুমিল্লা জেলা উত্তর জেলার সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ। লিখিত বক্তব্য পেশ করেন দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জি: শামীম সরকার বিজ্ঞ, খন্দকার আবুল বাসার, আবুল কাশেম প্রধানিয়া, মাওঃ মোশারফ হোসেন, শরীফ মোহাম্মদ রুকন উদ্দিন, মু. মনিরুজ্জামান, শাহজাহান তালুকদার, এ্যাড: মুখলেসুর রহমান। ইঞ্জি: মিজানুর রহমান আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কাউছার সালাম সরকার, আবুবকর সিদ্দিক, হামিদুর রহমান সরকার, আাব্দুল লতিফ ও রেজাউল করিম। উল্লেখ্য, কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি, অধ্যাপক মজিবুর রহমান।