এস,কে তালুকদার দাউদ কান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে এবং কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে “সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল শিরোনামে শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০২১” এর আলোকে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ২০২৩ পুরস্কারে নির্বাচিত হন দাউদকান্দি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিনুল হাসান। আজ রোববার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কারটি তার হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম । এই সম্মাননার মধ্যে ছিল নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় মো. মহিনুল হাসান বলেন, আমি দাউকান্দি যোগদান করেই নানাহ উন্নয়ন কার্যক্রম শুরু করি। এই কাজের সাথে সংশ্লিষ্ট সকলেই আমাকে সহযোগিতা করেছে। দাউদকান্দিবাসী আমাকে কাজে সহযোগিতা করার জন্যই, আমি সঠিকভাবে কাজ করতে পেরেছি।
আর কাজের জন্যই এই সন্মাননা অর্জন করতে সক্ষম হয়েছি। আমার পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তা, কমচারীসহ দাউদকান্দিবাসীকে অভিনন্দন জানাই।
উল্লেখ্য, মহিনুল হাসান ২০১৪ সালে ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। গত বছরের মে মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দাউদকান্দিতে যোগদান করেন।