নিজস্ব প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে টিভিকাপ ডিগবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দির সেন্দি যুবসমাজ কর্তৃক আয়োজিত রবিবার (২৯ নভেম্বর) বিকেলে সেন্দি অস্থায়ী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গাজিপুর একাদশকে পরাজিত করে ১.০ গোলে বিজয়ী হয় সেন্দি একাদশ।
স্থানীয় সমাজসেবক ও শিক্ষক মনির হোসেন ফকিরের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা কৃষক দলের আহবায়ক ও সাবেক সফল চেয়ারম্যান আহাম্মদ হোসেন তালুকদার।
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া।
এ ছাড়া বিশেষ অতিথি বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা যুব দলের সদস্য সচিব রোমান খন্দকার, জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের বিদোৎসাহি সদস্য, মাহবুব আলম, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের পটোকল পুলিশ অফিসার ইন্সপেক্টর নূরে আলম (নয়ন) আরো উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক শফিকুল ইসলাম (বাবু) চৌধুরী, নজরুল ইসলাম মুন্সি সমাজসেবক।
….সৌরভ ফকির. এর সঞ্চালনায় অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেন, দাউদকান্দি শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য নুরুজ্জামান মোল্লা, বিএনপি নেতা ও সমাজ সেবক মোঃ শাহাদাত হোসেন তালুকদার (সাকু),
গোয়ালমারি ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান হাবীব, যুবদল নেতা আঃ গাফফার ভূঁইয়া, নেতা আনোয়ার প্রদান, রোটানিয়ান কবির , বিএনপি নেতা বকুল শিকদার, বিএনপি নেতা এমার হোসেন তালুকদার,বিএনপি নেতা লিটন সরকার,বিএনপি নেতা জুয়েল সরকার , বিএনপি নেতা মামুন মুন্সী, যুবদল নেতা মানিক ভূঁইয়া, যুব দলনেতা মহসিন, যুবদল নেতা রানা সরকার,
গোয়াল মারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদ, যুবদল নেতা খোকন শিকদার, যুবদল নেতা মুকুল শিকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো.পায়েল আহমেদ, আসলাম ফকির, ছাত্রনেতা আবু মুসা , ছাত্রনেতা মহসিন , ছাত্রনেতা শাকিল , হারুন সওদাগর, ছাত্রনেতা শাকিল ফকির প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন..মোঃ সোহেল স্যার।
খেলায় বিজয়ী দলের খেলোয়াড় রিপন ম্যান অব দ্য ম্যাচ, শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
এদিন উৎসবমুখর জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতামূলক এ খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক আশপাশরর রাস্তা থেকে খেলা উপভোগ করেন।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা।