দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাছেদ আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে তার ছাত্রদলের রাজনৈতি করার বিষয় নিয়েও। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, জোরপূবক জমি দখল ও মাছের প্রজেক্টর দখলে নেওয়ার মতো গুরুতর অভিযোগ আসতেছে ছাত্রদলের এই নেতার বিরুদ্ধে। সরেজমিনে অভিযোগ অনুসন্ধানে গেলে সাধারণ মানুষদের মধ্যে নানান ধরণের আলোচনা সমালোচনা শোনা যায় এই নেতাকে নিয়ে। ৩৪ বছর বয়সে তার ছাত্রত্ব আদৌ আছে কি না তা নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা। নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন জানান, বাছেদ আহমেদ একজন বিবাহিত হওয়ার পরেও সে ছাত্রদলের রাজনৈতি করে। এ নিয়ে দলের মধ্যেই রয়েছে নানা ক্ষোভ। গৌরিপুর পার্কের এক দোকানে জোরপূর্বক ভাবে তালা লাগিয়ে দেওয়া, গৌরিপুরের দৈয়াপাড়া এলাকার জয়নাল আবেদিনের বাসায় প্রবেশ করে মারধর করে স্বর্ণ অলঙ্কার লুটপাট করে নেওয়া ও জমি দখল করা, জিংলাতলী ইউনিয়নে মাছের প্রজেক্টর দখলে নেওয়া ও গৌরিপুর পুলিশ ফাঁড়িতে বসে বিচার বাণিজ্য করার মতো গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে এই নেতার বিরুদ্ধে। অবশ্য এ বিষয়ে ভুক্তভোগী জয়নাল আবেদিনের মেয়ে হালিমা আক্তার লিমা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাত করে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন কিছুদিন আগে। দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাছেদ আহমেদ দৈয়াপাড়া এলাকার বিষয়ে জানান যে, জমিটি আমার, আমার কাছে জমিটা বিক্রয় করেছে জয়নাল আবেদিন, আপনি এক সময় আসেন গৌরিপুরে, সাক্ষাতে আসেন, কথা হবে। মাছের প্রজেক্টর দখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার এ সমস্ত বিষয় নিয়া অবগত নয়, আভিযোগকারীকে আমার কাছে নিয়ে আসেন, আপনি ক্রাইম রিপোর্টার নিয়ে আসেন, এসে সরেজমিনে যান, ওখানে গিয়ে সত্যটা পাওয়ার পরে আমাকে ফোন দিয়েন। আর আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমার সাংগঠনিক নেতা আছে। তিনি বিবাহিত কি না জানতে চাইলে এ সময় তিনি কোন উত্তর দেননি। পরে অবশ্য নাসির নামে এক ব্যক্তি অজ্ঞাত পরিচয়ে সাংবাদিকের হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে অভিযুক্ত এই ছাত্র নেতার পক্ষে সাফাই গাইতে চেষ্টা করেন এবং সরেজমিনে আবারও যাওয়ার জন্য অনুরোধ জানান। এ বিষয়ে জানতে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীকে মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।