দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দি শহীদনগর ট্রমা সেন্টার চত্বরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের নেতৃবৃন্দ। আজ বুধবার (২৬মার্চ) বিকালে উপজেলার শহীদনগর ট্রমা সেন্টার প্রাঙ্গণে দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এর পরিপূর্ণ সুস্থতা কামনায় দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ আহাম্মদ হোসেন তালুকদার এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান।
দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব ওয়াদুদ মৌলবী সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলী রেজা।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ সময়ে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ন আহবায়ক আবু তাহের, উপজেলা সদস্য কাজী নেসার আহমেদ, উপজেলা সদস্য জীবন মেম্বার, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সদস্য নুরু মোল্লা,
গোয়ালমারী ইউনিয়ন যুবদল সেক্রেটারি রেজাউল, মারুকা ইউনিয়ন সাবেক যুবদল নেতা বিপু চৌধুরী, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন মোশাররফ হোসেন, সুন্দলপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সুমন সরকার,
বারপাড়া ইউনিয়ন বিএনপির আনু মেম্বার প্রমূখ।
এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের অন্যান্য সদস্যবৃন্দ এবং সকল ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা।
ইফতার ও দোয়া মাহফিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন সহ দেশবাসীর জন্যে দোয়া করা হয়।