বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ২০ ওভারের বোলিং শেষে স্কোরকার্ডের দিকে তাকিয়ে বাংলাদেশ তৃপ্তি পেতেই পারে। নারীদের ক্রিকেটে বড় দলের তকমা পাওয়া ইংল্যান্ডকে শারজাহতে নিয়ন্ত্রণেই রেখেছে বাংলাদেশ। পুরো ইনিংসের পর্যালোচনায় দুই ক্যাচ মিস বাদ দিলে ইতিবাচক কিছুই খুঁজে পাবে বাংলাদেশের মেয়েরা। নাহিদা আক্তার, রিতু মনি আর ফাহিমা খাতুনদের দুর্দান্ত বোলিংয়ে সময়টা খারাপ কাটেনি বাংলাদেশের।
টাইগ্রেসদের এমন বোলিংয়ের পরেও শারজাহর স্লো পিচে ইংল্যান্ডের মেয়েরা তুলেছে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান। ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিতে নিগার সুলতানার দলের দরকার ১১৯ রান।