স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আজ ১৯ মার্চ বুধবার বাদে মাগরিব ইফতার মাহফিল সম্পন্ন করে উদালিয়া দারুল আফখার মাইজভান্ডারী দায়রা শরীফে এস এম সেলিম উল্লাহ মাইজভান্ডারীর উপস্থিতিতে আমেরিকা প্রবাসী বাংলাদেশী বন্ধু ও তাঁর পরিবারের পক্ষ থেকে পবিত্র রমজানে ২০ জন দুস্থ বৃদ্ধা মহিলাদের নিত্যপ্রয়োজনীয় ০৭ পদের খাদ্যদ্রব্য সরবরাহ এবং কিছু নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত থেকে উক্ত আয়োজন পরিচালনা ও সম্পন্ন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশে উদালিয়া শাখার সভাপতি মো. রফিক, সহ-সভাপতি শফিউল আজম চৌধুরী, সাবেক সভাপতি আবুল বশর চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন সওদাগর, সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদুল ইসলাম তানভীর, কার্যকরী সদস্য মো. নাছির, মো. আলী হামজা, মাহামুদাবাদ শাখার সম্পাদক মো. হুমায়ুন কবীর প্রমুখ।