বঙ্গনিউজবিডি ডেস্ক: ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ থেকে জোট সঙ্গী মুত্তাহিদা কওম মুভমেন্ট সরে দাঁড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই ইমরান খানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছিলে, ইমরান খান পাকিস্তান সেনাবাহিনীর নেতাদের সাথে দুইবার সাক্ষাৎ করেছেন।
দেশের নিরাপত্তার বিষয়টি সেনাবাহিনী নিশ্চিত করে ফাওয়াদ বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান সেনা নেতাদের সাথে দুইবার সাক্ষাৎ করেছেন। কেউ তাকে একবারও পদত্যাগ করতে বলেনি, আর ইমরানেরও পদত্যাগ করার পরিকল্পনা নেই।’
আর গোপন চিঠি সম্পর্কে ফাওয়াদ বলেছেন, এরকম হুমকি যেকোনো স্বাধীন দেশের জন্য অগ্রহণযোগ্য। তিনি বলেন, ‘ইমরান খান পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে যাবেন। ক্যামেরা সেশনে আমরা পার্লামেন্টে চিঠিটি উপস্থাপন করবো। আমরা বিরোধীদের সাথেও চিঠিটি শেয়ার করতে পারি।’
বুধবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে ইমরান খানও বলেছিলেন, বিদেশ থেকে ফোনে পাকিস্তান নিয়ন্ত্রণ করা একদল মানুষ তাকে সরানোর ষড়যন্ত্র করছে। সূত্র: জিও