শুক্রবার রাত ১টায় শুরু হয় ম্যাচটি। ব্রেস্তের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই হেরেরা এবং কিলিয়ান এমবাপের গোলে ২-০ গোলের লিড নেয় পিএসজি।
তবে প্রথমার্ধ শেষের ঠিক মিনিটখানেক আগে ফ্র্যাঙ্ক হোনোরাতের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রেস্ত।
দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ইদ্রিস গুয়ে গোল করে পিএসজিকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেয়। এরপর ৮৫তম মিনিটে স্টিভ মুনিয়ে গোল করে আবার ব্যবধান ৩-২ করেন। ম্যাচের শেষ মুহূর্তে অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করলে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
এদিকে পিএসজিতে যোগ দেওয়া নতুন দুই তারকা মেসির অভিষেক হবে পিএসজির ঘরের মাঠে, ২৯ তারিখের ম্যাচে। এমনটিই ইঙ্গিত দিয়েছেন পিএসজির কোচ।