গত ৫ ডিসেম্বর সকাল ৬টা থেকে অদ্য ৬ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক ৩টি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ১টি, গাইবান্ধায় ১টি ও শেরপুরে ১টি করে যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ ইউনিট ও ২৫ জন জনবল কাজ করে।
০৬ ডিসেম্বর রাত ০০:০৫ ঘটিকায় গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা চৌরাস্তায় ১টি ট্রাকে আগুন।
০৬ ডিসেম্বর রাত ০০:৪০ ঘটিকায় শেরপুরের নয়মাইলে ১টি ট্রাকে আগুন।
০৬ ডিসেম্বর রাত ০২:১০ ঘটিকায় ঢাকার আফতাব নগরে ১টি বাসে আগুন।
উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৫৬টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং ১টি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে : বাস ১৫৫টি, ট্রাক ৪৩টি, কাভার্ড ভ্যান ২১টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৩টি। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।