নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি উপলক্ষ্যে উপজেলার সাংবাদিক, রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) উপজেলা পরিষদ হল রুমে উক্ত ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসনাত খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহীদুল ইসলাম শহীদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, দেবীদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান (ফুল মিয়া), দেবীদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ, দেবীদ্বার উপজেলা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির দেবীদ্বার পৌরসভার সদস্য সচিব আঃআলিম পাঠান-সহ উপজেলার রাজনৈতিক, প্রশাসনিক ও ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ।
সভায় বক্তরা বলেন, দেবীদ্বারের সংবাদ মানেই দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব। গৌরবের, ঐতিহ্যের সাথে গত ৪৫ বছর ধরে দেবীদ্বারের খবরা-খবর সারা বিশ্বের সামনে তুলে ধরেছে উপজেলা প্রেসক্লাবের সংবাদকর্মীরা। আমরা প্রেসক্লাবের সততা ও সংবাদ নিয়ে অহংকার করি। আজকের দিনে উপজেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ইফতার মাহফিল একটি ব্যতিক্রমী আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল আউয়াল ভূইয়া। দোয়া পরিচালনা করেন দেবীদ্বার মডেল মসজিদ এর খতিব ও ইমাম মুফতি মোঃ আহাদ।