দৈনিক আজকের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ইউল্যাব
এবং জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদ (৮২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদ পুত্র ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ এমপি।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে সাংসদ সাদ এরশাদ বলেন, ‘কাজী শাহেদ আহমেদ সংবাদপত্র, শিক্ষা, শিল্প, ক্রীড়া সেক্টর সহ দেশের উন্নয়নে অভূতপূর্ব অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশের জন্য অপূরনীয় ক্ষতি সাধিত হলো । এই ক্ষতি সহজেই পূরণ হবার নয়।
শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।