বঙ্গনিউজবিডি ডেস্ক : পদ্মা সেতুর টোল প্লাজায় প্রতিটি বুথে একজন পুরুষ ও একজন নারী কর্মী রাখা হয়েছে। দেশে এই প্রথম পুরুষের পাশাপাশি টোল প্লাজায় নারীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, টোল আদায়ের দায়িত্ব পালন করতে পেরে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন নারী কর্মীরা।
এর আগে কোথায় নারীদের টোল প্লাজায় দায়িত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকৌশলীরা।
জাজিরা প্রান্ত থেকে জানা গেছে, নাওডোবা টোল প্লাজায় মোট ছয়টি বুথের মধ্যে পাঁচটি বুথে পুরুষের পাশাপাশি নারীরা দায়িত্ব পালন করছেন। তারা যানবাহন থেকে টোল আদায় করছেন।
এ বিষয়ে টোল আদায়কারী এক নারী জানান, পদ্মা সেতুতে টোল আদায় করার দায়িত্ব পেয়ে খুবই ভালো লাগছে। এর আগে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা আছে। আট ঘণ্টা করে দায়িত্ব পালন করছেন এই বুথে। মাদারীপুর সরকারি কলেজে স্নাতকোত্তরে পড়াশোনা করছেন তিনি।
গতকাল শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে টোলকর্মী তানিয়া আফরিন ১৬ হাজার ৪০০ টাকা টোল নিয়েছেন।