বঙ্গনিউজবিডি ডেস্ক : সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগে এখন পর্যন্ত অপেক্ষা করছেন বলে তার সহধর্মিণী আফরোজা আব্বাস আমাকে জানিয়েছেন।