বঙ্গনিউজবিডি ডেস্ক: তালেবান যোদ্ধাদের রাজধানী কাবুলে প্রবেশের পর দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। নিজ দেশ ছেড়ে তিনি পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে চলে গেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। রোববার (১৫ আগস্ট) তিনি দেশ ছেড়েছেন বলে সরকার একজন মুখপাত্র জানিয়েছেন।
আফগানিস্তের প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছাড়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে ধারণা করা হচ্ছে নিরাপত্তার কারণে তিনি দেশ ছেড়েছেন।