বঙ্গনিউজবিডি ডেস্ক : পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। তবে নদী পারের জন্য ঘাটে অপেক্ষারত চালক ও যাত্রীদের দাবি ফেরি স্বল্পতার কারণে ঘাট এলাকাতে ভোগান্তি বাড়ছে।স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণ সময় লাগছে ফেরিগুলোর ঘাটে ভিড়তে। ফলে নদীর উভয় পাশেই অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে।
দৌলতদিয়া প্রান্তে অপেক্ষারত বিভিন্ন যানবাহনের চালকদের অভিযোগ এই নৌরুটে ফেরি অনেক কম। এমনিতেই এই নৌরুট দিয়ে দিনে কয়েক হাজার যানবাহন পার হয়। তারপর এখন ঈদের সময়। ঈদের আগে অবশ্যই এই নৌরুটে ফেরি বাড়ানো উচিত কর্তৃপক্ষের। তাছাড়া কোরবানির ঈদের কারণে ঘাটে অতিরিক্ত পশুবাহী ট্রাকের চাপ রয়েছে প্রচুর। সব মিলে এখন যে ফেরি চলছে তা খুবই কম।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের বেগ বেড়েছে। তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরিগুলো স্বাভাবিক সময়ে ঘাটে পৌঁছে গেলেও পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরিগুলোর ঘাটে ভিড়তে সময় লাগছে প্রায় এক ঘন্টা করে। যার কারণে ঘাটে যানবাহনের চাপ কিছুটা বাড়ছে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চালক ও যাত্রীদের ফেরি স্বল্পতার অভিযোগের বিষয়টি সম্পর্কে এই কর্মকর্তা বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। ঈদের আগে আরও একটি ফেরি এই রুটে যুক্ত হবে। আশা করছি স্রোতের বেগ কমলে স্বাভাবিক হয়ে যাবে। তবে পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হচ্ছে। যাতে সময়মতো গরুগুলো হাটে তুলতে পারেন ব্যবসায়ীরা।