বঙ্গনিউজবিডি ডেস্ক : ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম সেশনে কোনো সাফল্য না পেলেও, দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৩ উইকেটের পতন ঘটিয়েছে বাংলাদেশ। ফলে ৫৩ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান নিয়ে চা-বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।
প্রথম টেস্টে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। ব্যাট হাতে নেমে প্রথম সেশনে দাপট দেখায় দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনে ২৫ ওভারে বিনা উইকেটে ৯৫ রান করেছিলো প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার অধিনায়ক ডিন এলগার ৬০ ও সারেল এরউই ৩২ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেন।
দ্বিতীয় সেশনে এলগারকে ৬৭ রানে বাংলাদেশের পেসার খালেদ আহমেদ ও এরউইকে ৪১ রানে শিকার করেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। কিগান পিটারসেন ১৯ রানে রান আউট হন।
খালেদ ৩৩ ও মিরাজ ৪৩ রানে একটি করে উইকেট নেন।