বগুড়া জেলা পতিনিধি : বগুড়ার শেরপুরের ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও সামিট স্কুল এন্ড কলেজে দ্যা ব্রিলিয়ান্ট ফাউন্ডশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও সামিট স্কুল এন্ড কলেজে সকাল ৯ ঘটিকা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ৫৫৯ জন এবং সামিট স্কুল এন্ড কলেজে ১৭০০ জন ছাত্র/ছাত্রী পরীক্ষা দিচ্ছে।
দ্যা ব্রিলিয়ান্ট ফাউন্ডশনের বৃত্তি পরীক্ষায় ৫ম শেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে মোট ১১ টি কক্ষে ৫৫৯ জন ছাত্র/ছাত্রী পরীক্ষা দিচ্ছে।
বৃত্তি পরীক্ষা শেষে মেধা তালিকায় তাদের ফলাফল জানানো হবে। পরীক্ষা শেষে উত্তির্ন ছাত্র/ছাত্রীদের মাঝে সনদ প্রত্র ,ক্রেস্ট ও শ্রেণী ভেদে আর্থিক অনুদান দেওয়অ হবে।
দ্যা ব্রিলিয়ান্ট ফাউন্ডশনের বৃত্তি পরীক্ষার মহা পরিচালক মোঃ হাবিবুর রহমান, এবং ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খালেদ কেন্দ্র সচিব এবং মোঃ শহিদুল ইসলাম (সাগর) সহ-কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন।
ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফেরদৌস জামান মুকুল বলেন,দ্যা ব্রিলিয়ান্ট ফাউন্ডশনের এ উদ্যোগকে প্রশংসা করে বলেন, আমি কয়েকটি শ্রেণী কক্ষ ঘুরে দেখলাম ছাত্র/ছাত্রীরা খুব সুন্দ্র পরিবেশে পরীক্ষা দিচ্ছে। তিনি আরও বলেন, ছাত্র/ছাত্রীদের মধ্যে থেকে নতুন মেধাবীরা উঠে আসছে এবং ভবিষ্যতে জাতী গঠনে সহায়তা করবে।