বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ইস:রায়ে:লের অব্যাহত নির্মম আগ্রাসন এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে সাধারণ আলেম সমাজ তীব্র নিন্দা, ক্ষোভ এবং গভীর উদ্বেগ প্রকাশ করছে। পরিস্থিতি এমন যে, কোনো মুসলিমের পক্ষে আর নীরব থাকা সম্ভব নয়। এটি আমাদের ঈমানী দায়িত্ব। তাই ফি:লিস্তি:নের মজলুম মানবতার সমর্থনে এবং বিশ্ব বিবেককে জাগ্রত করার লক্ষ্যে, আগামীকাল দেশব্যাপী নিম্নলিখিত কর্মসূচি পালনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা,একাডেমি এবং দল-মত নির্বিশেষে আগামীকাল ৭ এপ্রিল সকল শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণ দিবস বন্ধ কর্মসূচি পালিত হবে। এই বন্ধ কর্মসূচির মাধ্যমে ফি:লিস্তি:নের ছাত্র-শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করা হবে এবং ইস:রায়ে:লি বর্বরতার বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানানো হবে।
মসজিদসমূহে কুনুতে নাজিলা পাঠ
দেশের সকল মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ আগামীকাল জোহরের নামাজের পর অথবা সুবিধাজনক ওয়াক্তের নামাজে কুনুতে নাজিলা পাঠের মাধ্যমে ফিলিস্তিনের শহীদ ও আহত মানুষের জন্য দোয়া করবেন এবং জালেমদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করবেন।
সোশ্যাল মিডিয়ায় জোরালো প্রতিবাদ
দেশের খ্যাতনামা খতিব ও আলেম এবং সাধারণ জনগণ নিজ নিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফিলিস্তিনের পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরবেন এবং ইস:রায়ে:লের মানবতার লঙ্ঘনকে বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। দল-মত নির্বিশেষে #standwithPalestine সহ প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের অবস্থান জানান দেবেন।
মাদরাসা কর্তৃপক্ষের সহযোগিতা
সকল মাদরাসার মুহতামিম সাহেব আগামীকাল মাদরাসার সকল কার্যক্রম বন্ধ রাখবেন এবং ছাত্রদেরকে স্থানীয় প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করবেন।
ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
দেশের সকল বিবেকবান ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, আপনারা আগামীকাল স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ফি:লিস্তি:নের জনগণের প্রতি নৈতিক সমর্থন জানাবেন এবং ইস:রাইলের সকল পণ্য বয়কট করবেন।
দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
আগামীকাল সারাদেশে স্থানীয়ভাবে সর্বস্তরের আলেম-ওলামা, ছাত্র-শিক্ষক, পেশাজীবী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
বিশেষভাবে সাধারণ আলেম সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীকাল সকাল ১১টা ৩০ মিনিটে জুলাই গণ-অভ্যুত্থানের লাইটহাউজ খ্যাত যাত্রাবাড়ী মোড়ে (পার্কে) অনুষ্ঠিতব্য মানববন্ধনে অংশগ্রহণ করার আহ্বান রইল।
ইস:রায়ে:লি পণ্য বর্জন
সকল মুসলিম ও বিবেকবান নাগরিকের প্রতি আহ্বান, ই:সরায়ে:লের সকল প্রকার পণ্য বর্জন করুন এবং অন্যদেরকেও এই ব্যাপারে উৎসাহিত করুন। এই অর্থনৈতিক বয়কট ইসরায়েলের উপর চাপ সৃষ্টিতে সহায়ক হবে।
নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ তুলুন
আপনারা যেখানেই থাকুন না কেন, ফি:লিস্তি:নের সমর্থনে আওয়াজ তুলুন। মসজিদ, মাদরাসা, সামাজিক অনুষ্ঠান এবং ব্যক্তিগত পরিসরে ফি:লিস্তি:নের মানুষের জন্য দোয়া করুন এবং তাদের অধিকারের পক্ষে কথা বলুন।
জাতীয় ঐক্য ও সংহতি
এই প্রতিবাদ কর্মসূচিতে দল-মত নির্বিশেষে সকল দেশপ্রেমিক নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। ফি:লিস্তি:নে মানবতার মুক্তি আমাদের সকলের ঈমানী ও নৈতিক দায়িত্ব।
আসুন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে দাঁড়াই এবং বিশ্ব বিবেককে জাগিয়ে তুলি।
সাধারণ আলেম সমাজ