1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পৃথিবীর ইতিহাসে কোনও স্বৈরাচার ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. আবঃ মুহা: তাহের দাউদকান্দিতে বারোপাড়া ইউনিয়ন বিএনপির কমিটিতে আওয়ামী লীগপন্থী সদস্য সচিব, নেতাকমীদের তীব্র ক্ষোভ উপদেষ্টা হাসান আরিফের দাফন সোমবার নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব: প্রধান উপদেষ্টা সড়কের নৈরাজ্যে পলিটিক্যাল প্রভাব জড়িত: নাহিদ ইসলাম মহাকাশেও ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনার দুর্নীতি: হাবিব উন নবী তাপমাত্রা ও কুয়াশা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লা জেলায় গণঅধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হাসান আরিফের পরিবারকে সমবেদনা জানাতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

ধর্ম অবমাননার অভিযোগ, যুবকের আত্মসমর্পণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৪৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে আতিকুর রহমান সাগর (৩২) নামে পাবনার চাটমোহরের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের ক্ষোভের মুখে থানায় আত্মসমর্পণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে চাটমোহর থানায় আত্মসমর্পণের পর তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

জানা গেছে, আতিকুর রহমান সাগর বুধবার (৯ অক্টোবর) তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর দুটি স্ট্যাটাস দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মুসল্লিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার শাস্তি দাবি করেন অনেকেই।

উপজেলার মথুরাপুর গ্রামের শেখ জাবে আল শিহাব নামক এক যুবক জানান, বৃহস্পতিবার সকালে আমরা কয়েকজন আতিকুর রহমান সাগরের বাড়িতে গিয়ে তার বাবার কাছে তার অবস্থান সম্পর্কে জানতে চাই। তখন ছেলের অবস্থান জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। তার মোবাইল কোথায় আছে জানতে চাইলে তিনি জানান, ইসলাম নামে এক ব্যক্তির কাছে রয়েছে। এরপর আমরা পার্শ্ববর্তী হরিপুর বাজারে গিয়ে ইসলামের কাছে এ ব্যাপারে জানতে চাই এবং সাগরকে থানায় সোপর্দ করতে বলি। আনুমানিক ২০ মিনিট পর ইসলাম আমাদের জানান সাগরকে থানায় পাঠানো হয়েছে। পরে আমরা থানায় গিয়ে ডিউটি অফিসারের রুমে তাকে দেখতে পাই এবং এ ব্যাপারে ওসির সঙ্গে কথা বলি।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, ফেসবুকে সাগরের ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার কথা শুনেছি। তবে সে গ্রেপ্তার হয়েছে কি না, জানি না।

এ বিষয়ে চাটমোহর থানায় যোগাযোগ করা হলে সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com