বগুড়া জেলা পতিনিধি : বগুড়ার ধুনটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আব্দুস সোবাহান (৪০) নামের মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৯ টায় ধুনট – কাজিপুর সড়কের পাইকপাড়া নামক স্থানে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের মৃত আফসার আলীর ছেলে ও একই উপজেলার এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। জানা যায়, নিহত আব্দুস সোবাহান উপজেলার এলাঙ্গী ফকিরপাড়া হাফিজিয়া মাদ্রাসায় চাকরির পাশাপাশি তার নিজ গ্রামে জামে মসজিদে ইমামতি করতেন। ঘটনার দিন দিবাগত রাত সাড়ে ৮টায় মাদ্রাসা শিক্ষক আব্দুস সোবহান এলাঙ্গী মাদ্রাসা হতে নিজস্ব মটরসাইকেল যোগে কাজিপুর উপজেলার সোনামুখি বাজার এলাকায় ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে তিনি পাইকপাড়া নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ট করে পালিয়ে যায়। এতে তার মাথার একপাশ থেতলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মূত্যু হয়। এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি কাজিপুর ধুনট সীমান্ত এলাকাতে হওয়ায় দুই থানার পুলিশ গিয়ে সেখানে পরিদর্শন করেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।