জেলা প্রতিনিধি
জেলা: বগুড়া
বগুড়ার ধুনটে বাঁশপাতা গ্রামের মানসিক ভারসাম্যহীন আব্দুল মালেক (৪৫) নামে এক পাগল ব্যক্তিকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত পাগল হলেন উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের মৃতঃ জসিমুদ্দিনের ছেলে। বর্তমানে পাগল আব্দুল মালেক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারপিট করার এ ঘটনায় তার বড় বোন সালেকা খাতুন বাদী হয়ে ধুনট থানায় ৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়,গত (৯ই নভেম্বর) সকাল অনুমান সাড়ে ৭টার সময় বাঁশপাতা গ্রামের ময়ান আলীর ছেলে আশাদুল ইসলাম ও তার লোকজন নিয়ে পাগল আব্দুল মালেকের বাড়িতে অনধিকার ভাবে প্রবেশ করে তাকে মারপিট করে তার হাত পা ভেঙ্গে দেয়। মারপিট কারী হলেন,বাঁশপাতা গ্রামের ময়ান আলীর ছেলে আশাদুল ইসলাম (২৬), মৃত জালাল সুতারের ছেলে বাবলু (৩৮), মৃত আফজাল হোসেনের ছেলে ময়ান আলী (৫৫), মৃত গহর আকন্দের ছেলে বক্কার আলী (৪৫)। এ বিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ আসাদুজ্জামান সংবাদকর্মীদের বলেন,আব্দুল মালেক পাগলকে মারপিটের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।