মামুনুর রশীদ : নওগাঁ জেলার ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রদূত, বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রুকুন ও প্রাক্তন চেয়ারম্যান মরহুম ইয়াছিন আলী প্রামাণিক (১৯৯২)-এর স্মরণে আয়োজিত “মরহুম ইয়াছিন আলী প্রামাণিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই টুর্নামেন্টে আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। মরহুম ইয়াছিন আলী প্রামাণিক ছিলেন সমাজ পরিবর্তনের অন্যতম পথিকৃৎ, যিনি নিজ কর্ম ও মানবসেবার মাধ্যমে নওগাঁসহ সমগ্র অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ঈদের দিন নওগাঁ জেলার মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকইসলামপুর দাখিল মাদ্রাসা মাঠে । এতে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পর্যায়ের দল অংশগ্রহণ করবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওগাঁ জেলা শাখা জেলা আমীর, ও নওগাঁ -৪ (মান্দা) মাননীয় সংসদ সদস্য প্রার্থী মুহাঃ আব্দুর রাকিব
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, মান্দা থানা আমীর, ডাঃ আমিনুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী, মান্দা, নওগাঁ শাখা, যুববিভাগ সভাপতি মোঃ আব্দুল মালেক
সভাপতি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ জাইদুর রহমান
এছাড়াও উপস্থিত থাকবেন ক্রীড়া ও সামাজিক ব্যক্তিত্বরা।
উক্ত আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আসুন, ফুটবলের এই মিলনমেলায় অংশ নিয়ে মরহুম ইয়াছিন আলী প্রামাণিকের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করি।