তিতের দল রয়েছে গ্রুপ জি-তে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে খেলবে ‘এইচ’ গ্রুপে রানার্স আপের বিপক্ষে। এই গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। এখন ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে খেলবে এইচ গ্রুপের রানার্স আপের সঙ্গে। সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে ঘানাকে পাওয়ার সম্ভাবনা বেশি। ব্রাজিল রানার্সআপ হলে পর্তুগালের সঙ্গে দেখা হতে পারে। দুই ম্যাচে সি আর সেভেনদের পয়েন্ট ৬। ঘানা তিন নিয়ে দ্বিতীয় স্থানে।
উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া ২ ম্যাচে ১ পয়েন্ট পাওয়ায় তাদের সম্ভাবনা ক্ষীণ বলে ব্রাজিলের প্রতিপক্ষ ধরা হচ্ছে ঘানা কিংবা পর্তুগালকে।