বঙ্গনিউজবিডি ডেস্ক: অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় হসপিটালের কেবিনে তাকে দেখতে যান তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, আজ দুপুর দেড়টায় ইউনাইটেড হসপিটালের কেবিনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামকে খানকে দেখতে যান তিনি। সেখানে গিয়ে কিছুক্ষণ পাশে বসে সময় দেন মহাসচিব। এসময় তিনি চিকিৎসক ও মিসেস নজরুল ইসলাম খানের কাছ থেকে তার খোঁজ-খবর নেন।
বিএনপি নেতা নজরুল ইসলাম খান গত বুধবার অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন।