1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান বিজয় দিবস আজ: জাতির গৌরব, ঐক্য ও গণতান্ত্রিক অঙ্গীকারের দিন সিঙ্গাপুর থেকে ওসমান হাদির সুসংবাদ, শারীরিক অবস্থা স্থিতিশীল আসন্ন নির্বাচনী মিছিলে জনগণের সঙ্গে থাকার প্রত্যয় তারেক রহমানের নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে— দৃঢ় ঘোষণা মহান বিজয় দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও এমপি পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নীতিমালা ২০২৫ জারি পানছড়িতে বিজিবির সামাজিক উন্নয়ন কার্যক্রম: নলকূপ, ঢেউটিন ও অনুদান বিতরণ বাজুসের প্রধান উপদেষ্টা হলেন সায়েম সোবহান আনভীর হাদি গুলির ঘটনায় ৩ দফা দাবি ডাকসু ভিপির, দ্রুত বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার অর্থ পাচারের অভিযোগ মিথ্যা প্রমাণিত, অব্যাহতি পেল সাইমন ওভারসিজ

নতুন আবিষ্কারের প্রত্যয় নিয়ে বিসিএসআইআর বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

মঈন মাহমুদ : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর আয়োজিত তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা আজ পরিষদের ধানমন্ডিস্থ ক্যাম্পাসে সমাপ্ত হলো।
ক্ষুদে বিজ্ঞানীদের এই মিলনমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন বিজ্ঞান ও প্রযুক্তির মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পরিষদের চেয়ারম্যান ডঃ সামিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্খিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তির মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাব্বির হোসেন।
প্রধান অতিথি সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রতিবছরই এই বিজ্ঞানমেলার আয়োজন দেশে নতুন নতুন বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক সৃষ্টির ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে।
সভাপতির ভাষণে পরিষদের চেয়াম্যান ডঃ সামিনা আহমেদ বলেন, সারাদেশে বিভিন্ন স্কুল-কলেজ থেকে ৭৫টির বেশি প্রকল্প নিয়ে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর ফলে সারাদেশে সাধারণ মানুষের কাছে পৌঁছানো আমাদের যে প্রয়াস ছিল সেটা অনেকটাই সফল হয়েছে। ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প তাদের মুক্তমনের চিন্তা-চেতনা আমাদেরকে বিমোহিত করেছে। শিক্ষার্থীদের তিনটি গ্রুপে আয়োজিত বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অভাবনীয়, যা বিজ্ঞান শিক্ষার প্রতি তাদের আকর্ষণ বাড়িয়েছে। তিন দিনব্যাপী আয়োজিত ক্ষুদে বিজ্ঞানমেলায় বিভিন্ন গ্রুপে ৬৮ টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হয়, যেখানে অংশগ্রহণ করে প্রায় ২৫০ জন খুদে বিজ্ঞানী। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠানও মেলায় উপস্থিত দর্শনার্থীদের জন্য তাদের কার্যক্রম তুলে ধরেন।
ষষ্ঠ-অষ্টম শ্রেণী পর্যন্ত গ্রুপে প্রথম স্থান অধিকার করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, ঢাকা। দ্বিতীয় শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজ-রাজশাহী, তৃতীয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ- ঢাকা, নবম-দশম শ্রেণি পর্যন্ত গ্রুপে প্রথম স্থান অধিকার করে শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজ- রাজশাহী, দ্বিতীয় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ- সাভার, তৃতীয় সেন্ট গ্রেগরি’স হাই স্কুল এন্ড কলেজ । একাদশ-দ্বাদশ পর্যন্ত গ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল (কলেজ শাখা), দ্বিতীয় শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান গভর্নমেন্ট ডিগ্রি কলেজ-রাজশাহী, তৃতীয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ,ঢাকা। ক্লাব পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জয়পুরহাট ক্রিয়েটিভ ইন টেকনোলজি এন্ড রোবোটিক্স ল্যাব, বিজ্ঞানভিত্তিক সরকারি প্রতিষ্ঠান গ্রুপে বিজয়ী বাংলাদেশ ওশানোগ্রাফি গবেষণা ইনস্টিটিউট, কক্সবাজার, ইজারাভিত্তিক গ্রহীতা প্রতিষ্ঠান গ্রুপে বিজয়ী বাংলা ফায়ার টেকনোলজি।
তিনদিন ব্যাপী আযোজিত এই ক্ষুদে বিজ্ঞানমেলায় বিভিন্ন গ্রুপে ৬৮টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হয়, যেখানে প্রায় অংশগ্রহণ করে ২৫০ জন খুদে বিজ্ঞানী। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠানও মেলায় উপস্থিত দর্শনার্থীদের জন্য কার্যক্রম তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com