বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে ২০২০ সালের নির্বাচনে ‘প্রতারণা’ করার অভিযোগে জড়িতদের বিচার করার হুমকি দিয়েছেন।
স্থানীয় সময় শনিবার এক ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ হুমকি দেন।
সাবেক এই প্রেসিডেন্ট বলেছেন, ‘যারা প্রতারণা করেছে, তাদের বিচার করা হবে এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হবে’।
২০২০ সালের নির্বাচনে তার বিরুদ্ধে কারচুপি করা হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, এজন্য ২০২৪ সালের নির্বাচন ‘কড়া পেশাদার নজরদারিতে’ থাকবে।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এর ফলে আইনজীবী, রাজনৈতিক কর্মী, দাতা, অবৈধ ভোটার এবং দুর্নীতিগ্রস্ত নির্বাচনী কর্মকর্তারাও আইনের আওতায় আসবে।
এদিকে আগামী সপ্তাহেই বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে একমাত্র পরিকল্পিত বিতর্কে মুখোমুখি হবেন ট্রাম্প। সূত্র: আনাদোলু এজেন্সি