বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ বাংলা নববর্ষের প্রথম দিন। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির। এই উৎসব ভাগাভাগি করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করে সমর্থমকদের শুভেচ্ছা জানিয়েছেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা।
তামিম লিখেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’ আরেক পোস্টে সাকিব লিখেছেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।’
বাংলাদেশ দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ নববর্ষের শুভেচ্ছা জনিয়ে লিখেছেন, ‘নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ সকলকে।’
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘আনন্দ, উন্নতি ও শুভকামনার বার্তা নিয়ে নতুন বছরের সূচনায় ভরে উঠুক সকলের জীবন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩১।’
উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ নববর্ষ! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’