মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীতে গোয়েন্দা শাখার অভিযানে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী)সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এস.এম কামরুজ্জামান এর সার্বিক দিক-নির্দেশনায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আব্দুল গাফফার পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ নরসিংদী জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান চালিয়ে শিবপুর থানাধীন নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকার জনৈক মনির হোসেনের মালিকানাধীন লটকন বাগানে পরিত্যক্ত অবস্থায় ০৬ (ছয়) টি প্লাস্টিকের বড় বস্তায় ১৬ কেজি করে সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) কেজি গাঁজা উদ্ধার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।
এসময় তারা জানান নরসিংদীতে মাদকবিরোধী অভিযান সবসময় অব্যাহত থাকবে।