ভিডিওটি শেয়ার করে নুসরাত জানান, ভিডিওটি দেখে কেঁদে ফেলেছিলেন তিনি। তবে এর জন্য দোষারোপ করলেন দেশের প্রধানমন্ত্রীকে। নরেন্দ্র মোদি দেশের বাইরে অক্সিজেন রপ্তানি করছেন বলেই আজ এই অবস্থা বলে মনে করেন এই টলিউড অভিনেত্রী।
নুসরাত লিখেছেন, ’আমরা নিঃশ্বাস নিতে পারছি না কারণ নরেন্দ্র মোদি তখন দেশের বাইরে অক্সিজেন রপ্তানি করছে যখন দেশের মানুষ নিঃশ্বাস নিতে চাইছে।এটা পাপ!’ উল্লেখ্য, ভারতে অক্সিজেনের ঘাটতি নিয়ে প্রতিবাদে সোচ্চার নাগরিকরা। ঠিক এ সময় নুসরাত একহাত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীকে।
গোটা ভারতে শুধুমাত্র শেষ ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ হয়েছে ৩ লাখের বেশি মানুষের। এই ভয়াবহ পরিস্থিতিতে ভারতের স্বাস্থ্যব্যবস্থার ভিত পুরোপুরি টলে গেছে। পাওয়া যাচ্ছে না করোনা রোগীদের জন্য বেড। গোটা দেশে অক্সিজেনের জন্য হাহাকার পড়ে গেছে।