শোক জানাচ্ছেন তারকারাও। হীরাবেনের মৃত্যুর ঘোষণার পরে অক্ষয় কুমার, অনুপম খের, কঙ্গনা রানাউত, বিবেক অগ্নিহোত্রী, জ্যাকি শ্রফ, স্বরা ভাস্কর, সোনু সুদ সহ অন্যান্য তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে শ্রদ্ধা জানিয়েছেন।
এবার প্রয়াত হীরাবেন মোদির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক জানালেন বলিউড বাদশা শাহরুখ খান। শনিবার (৩১ ডিসেম্বর) শাহরুখ খান নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে লিখেছেন, “মাকে হারানোর জন্য নরেন্দ্র মোদিজির প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আমার পরিবারের প্রার্থনা আপনার সাথে আছে স্যার। সৃষ্টিকর্তা আপনার মায়ের আত্মার শান্তি দিক। ”
অভিনেতা এবং রাজনীতিবিদ অতীতেও কয়েকবার মতবিনিময় করেছেন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদি মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেছিলেন। তখন শাহরুখ খানের সঙ্গেও বেশ কিছু বিষয়ে কথা বলেন মোদি। শাহরুখ ছাড়াও আমির খান,কঙ্গনা রানাউত, একতা কাপুর এবং ইমতিয়াজ আলীর মতো অন্যান্য তারকারাও উপস্থিত ছিলেন সেখানে।
এদিকে দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ দিয়ে রুপালি পর্দায় ফিরছেন শাহরুখ খান। বহুল প্রত্যাশিত সিনেমাটি ২০২৩ সালের ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। এতে শাহরুখের সঙ্গে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। এটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি প্রযোজনা করছে ভারতের শীর্ষ প্রযোজনা সংস্থা ‘যশ রাজ প্রোডাকশন। ’ তবে মুক্তির আগেই বেশ বিতর্কে জড়িয়ে পড়েছে সিনেমাটি। ভারতের বেশ কিছু স্থানে বয়কটের ডাকও দেওয়া হয়েছে সিনেমাটিরর বিরুদ্ধে।
সূত্র : হিন্দুস্তান টাইমস