মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইল নাগরপুরের গয়হাটা ইউনিয়ন ইসলামী ছাত্রশিবির কর্তৃক ইফাতার মাহফিল ও এসএসসি/দাখিল পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৯ মার্চ’২৫) বিকালে গয়হাটার একটি প্রতিষ্ঠানে নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মু.তোফায়েল আহমেদ এ-র সভাপতিত্বে এ ইফতার মাহফিল ও এসএসসি/দাখিল পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির প্রিন্সিপাল মাওলানা গোলাম রব্বানী,সাবেক নাগরপুর উপজেলা ছাত্রশিবির সভাপতি মাইনুদ্দিন সহ ওয়ার্ড এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সকল পর্যায়ের দায়িত্বশীল গণ ও এসএসসি/দাখিল পরিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।