বিশেষ প্রতিনিধি : টাংগাইলের নাগরপুর উপজেলা সহবতপুর ইউনিয়নের বাটরা জামে মসজিদে রবিবার(০৯ মার্চ) বিভিন্ন পেশাজীবিদের সাথে ইফতার করলেন
ধলেশ্বরী হাসপাতাল লি.এর চেয়ারম্যান ও টাংগাইল ৬ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জননেতা
ডা.একেএম আব্দুল হামিদ।
এ ইফতার মাহফিলে অধ্যক্ষ মাওলানা মো.গোলাম রব্বানী,মুফতী মো.রফিকুল ইসলাম,সুপার মাওলানা আনোয়ার হোসেন,সহ সুপার গোলাম মোস্তফা,শ্রমিক নেতা আব্দুর রশিদ হারুন,সাংবাদিক ডা.এম.এ.মান্নান, ব্যারিষ্টার হাসনাত জামিল,আবু দাউদ,সাংবাদিক আব্দুল হালিমসহ অত্র এলাকার বিভিন্ন পেশার মুসলিম নাগরিকগণ উপস্থিত ছিলেন।