বঙ্গনিউজবিডি রিপোর্ট : মঙ্গলবার দুপুরে সংঘটিত এক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সততা রোটারি স্পিনিং মিল নামের নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি সুতার কারখানা। আগুনে পুড়ে গেছে মিলের গুদামে থাকা সুতা ও মেশিনারিজ।
মিলের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুতার গোডাউনে আগুন লাগার সাথে সাথে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
সততা রোটারি স্পিনিং মিলের মালিক মোঃ আরিফুল ইসলাম আরিফ জানান, অগ্নিকান্ডে ৪০ টন সুতা, ২ টি ব্লু-রুম মেশিনসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। এতে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন নেভাতে গিয়ে জামান, রফিক, রিপন, মনির হোসেন, আরিফ নামের ৫ শ্রমিক আহত হয়েছে। তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।