বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জে একটি থান কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাজিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (১৩ আগস্ট) শহরতলীর তল্লা আজমেরীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে এ ঘটনায় অনেক থান কাপড় পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা নেই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ধোঁয়া দেখে গোডাউনের মালিককে খবর দেন স্থানীয়রা। পরে মুজিবুর হোসিয়ারি অ্যান্ড ফেব্রিক্সের মালিক মুজিবুর গোডাউন খুলে দেখেন থান কাপড়ে আগুন লেগেছে। এসময় কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন। আশেপাশের বাড়ি থেকেও পানি দিয়ে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মজিবুর রহমান জানান, এই আগুনে তার কোটি টাকার মালামালে ক্ষতিসাধন হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতের তার ছিড়ে গোডাউনের চালে পড়ে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলের আশপাশে পানি না থাকায় দুটি ইউনিট চেষ্টা চালিয়ে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনার। আগুনে কাপড় ও গোডাউন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির পরিমাণ জানানো যাবে।