নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না
নারী বদলায় নীরবে,গোপনে
নারী বদলায় প্রিয়জনের অবহেলায়,অপমানে
নারী কখনো এমনি এমনি বদলায় না
নারী বদলায় প্রিয় মানুষের বদলে
নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে
নারী বদলায় অব্যক্ত অভিমানে
নারী বদলায় অসম্মানে
নারী কখনো হুটহাট বদলায় না
নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে
নারী বদলায় মানিয়ে নেয়ার রাস্তা ফুরালে
নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে
নারী কখনো শখ করে বদলায় না
নারী বদলায়-বদলাতে হয় বলে
নারী বদলায় কান্নার নোনা জলে
নারী বদলায় অসহ্য কষ্ট পেলে
নারী বদলায় হৃদয়ের রক্ত ক্ষরণে,ক্ষতে
লেখক : নূরুন নাহার জেসমিন
সিনিয়র শিক্ষিকা
জয়পুর হাট সরকারি মহিলা উচ্চ বিদ্যালয়