বঙ্গনিউজবিডি ডেস্ক : বৈদ্যুতিক পাখা খুলে পড়ে আহত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ডান চোখের ভ্রুর ওপর তিনটি সেলাই দেওয়া হয়েছে।
আজ শনিবার (১৪ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ক্ষতস্থানে ড্রেসিং করে দিয়েছেন। এর পর থেকে নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন মুরাদ হাসান।
জামালপুরের সরিষাবাড়ীর আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে নিজ বাড়িতে গত বৃহস্পতিবার রাতে আহত হন মুরাদ। সিলিং ফ্যান খুলে তার মাথার ওপর পড়ে।
মুরাদ হাসান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য। আজ তিনি বলেন, সেলাই থাকার কারণে ব্যথা অনুভূত হচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ জ্বলে ওঠে। তবে অবস্থা বৃহস্পতিবারের চেয়ে ভালো।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, মুরাদ হাসানের বাড়িতে গিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।