1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি : নাহিদ ইসলাম উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে নুরিমা সূবাহ্ লেমশি শ্রেষ্ঠ শিক্ষার্থী ২০২৪ হিসেবে ভূষিত হলো ফেনীর সোনাগাজীর ধর্ষণ মামলার আসামি বিদেশে পালানোর সময় চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেফতার ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বিজেএ’র পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাফিলতি পেলে ব্যবস্থা- স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন সেরা পরিচালকের পুরস্কার পেলেন কে এম মাহমুদ হাসান ৩ দিনব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা’২০২৫ শুরু

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে এফবিসিসিআই‘র সভা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৬৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই -এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান।

বৃহস্পতিবার (অক্টোবর ১৭, ২০২৪) এফবিসিসিআই -এর মতিঝিল কার্যালয়ে ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই -এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান।

এ সময়, নিত্য পণ্যের দাম ভোক্তাদের নাগালে রাখতে সরবরাহ ব্যবস্থায় পণ্য হাত বদলের ধাপ কমিয়ে আনার আহ্বান জানান মোঃ হাফিজুর রহমান।

সভায় স্বাগত বক্তব্যে এফবিসিসিআই –এর প্রশাসক বলেন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কারনে নিত্যপণ্যের কিছুটা মূল্যবৃদ্ধি হয়। তবে বর্তমানে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যা ভোক্তাদের অস্বস্তিতে ফেলেছে। সরবরাহ ব্যবস্থায় কয়েক ধাপে পণ্য হাত বদলের কথা আমরা শুনেছি। অনাবশ্যক হাতবদল কমিয়ে কিভাবে যৌক্তিক মূল্যে পণ্য ভোক্তার কাছে পৌছে দেওয়া যায় সে ব্যাপারে ব্যবসায়ী সম্প্রদায়কে এক সঙ্গে কাজ করতে হবে।

অন্তর্বতী সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রেক্ষিতে বাজারে ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল জব্বার মন্ডল। সরবরাহ সংকটও কমতে শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন বাজার সমিতির নেতৃবৃন্দ, বাজার বিশ্লেষক এবং সরকারি কর্মকর্তাবৃন্দ।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারে ডিম, মুরগি, পেঁয়াজ, আলুসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদক ও কর্পোরেট প্রতিষ্ঠান সমূহের প্রতি আহ্বান জানান খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই -এর মহাসচিব মোঃ আলমগীর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক ড. উম্মে বিনতে সালাম, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) -এর সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, শ্যামবাজার কৃষি পণ্য আড়ত বণিক সমিতির সহ-সভাপতি হাজী মোঃ মাজেদ, কারওয়ান বাজার পাইকারি কাঁচাবাজার আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান চৌধুরীসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com