ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আর সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে, নির্বাচনই একমাত্র পথ যা দিয়ে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। আর ঠিক এটাই ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গণকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন আর সুশাসনকে বলুন সবক্ষেত্রে এই একটাই পথ যেটার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে পারি। তাই আসুন আমরা সে লক্ষ্যে আরেকটি নতুন সংগ্রাম শুরু করি।
বিএনপি মহাসচিব ঠাকুরগাঁওয়ের জেলা স্কুল বড় মাঠে রোববার বিকেলে জেলা বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি ঢাকা (উত্তর)’র আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক, সাবেক সাফ ফুটবল জয়ী দেশের একমাত্র অধিনায়ক আমিনুল হক, কেন্দ্রীয় পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সাল আমীন, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছর দেশের উপর একটা স্বৈর শাসনের পাথর চেপে বসেছিল। তারা ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনসহ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। আজ তারেক জিয়ার দিক নির্দেশনায় এবং নিবিড় তত্ত্বাবধানে বরেণ্য ক্রীড়াবীদ আমিনুল দেশজুড়ে বিএনপির এই ফুটবল টুর্নামেন্ট চালু করেছে যা দেশে অব্যাহত থাকবে।
মির্জা ফখরুল আরও বলেন, তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে যে ভূমিকম্পের মতো আন্দোলনে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে তার সুফল ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনসহ মানুষের জীবনের সবক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার শৈশব কৈশোর যৌবনের স্মৃতি বিজড়িত এই মাঠের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিএনপি ঢাকা (উত্তর)’র আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক, সাবেক সাফ ফুটবল জয়ী দেশের একমাত্র অধিনায়ক আমিনুল হক বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশের অন্য সবক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে দেশের ক্রীড়াকে তলানীতে নিয়ে গেছে। সেই ধ্বংসস্তুপের ভেতর থেকে ক্রীড়াঙ্গনকে আবার জাগিয়ে তুলবার জন্যই এই জিয়াস্মৃতি ফুটবল টুর্নামেন্ট। তিনি একই সাথে বেগম খালেদা জিয়া নারী ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট চালুর কথা ঘোষণা করেন।